২০১২ সালে ২৯ সেপ্টেম্বর রামু সহিংসতার স্মরণে রামু উপজেলার সর্বস্তুরের জনসাধারণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে রবিবার, ২৯ সেপ্টেম্বর দুপুরে শান্তি ও সম্প্রীতি র্যালী এবং সমাবেশের আয়োজন করা হয়। রামু চৌমুহনী স্টেশন থেকে শুরু হওয়া র্যালীটি রামু বাইপাস খালেকুজ্জামান চত্বর প্রদক্ষিণ করে রামু উপজেলা কেন্দ্রী শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।
জায়েদ বিন আমানের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, রামু উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মঈনুর রশিদ। সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী, রামু জামেয়াতুল উল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ শামসুল হক, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, রামু উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহম্মদ রফিক, রামু উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, রামু উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হাকিম, রামু সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সুবীর ব্্রাক্ষ্মন চৌধুরী বাদল, বৌদ্ধ ধর্মীয় নেতা ইউপি সদস্য বিপুল বড়ুয়া আব্বু, ইসলামিক আলোচক মূফতি আবদুল আজিজ রজবী, রামু উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি হাফেজ আহমদ, সিএইচআরডিএফ এর প্রধান নির্বাহী ইলিয়াছ মিয়া ও চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি। র্যালী ও সমাবেশে রামু উপজেলার বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।