কাউয়ারখোপ ইউপি সদস্য নুরুল ইসলাম জানিয়েছে- আগেরদিন সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী ওই গ্রামে গিয়ে মিজানুর রহমানকে আটকের চেষ্টা চালালে সে কৌশলে অন্যত্র সটকে পড়েন। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, রাবার বাগানের পাশে একটি বাড়িতে সে আত্মগোপনে রয়েছে। বিষয়টি নিশ্চিত হয়ে তিনি গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করেন এবং ডিবি পুলিশে খবর দেন।
কক্সবাজার গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জাবেদ মাহমুদ আনসার সদস্য মিজানুর রহমানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন- আগেরদিন রাতে তাকে আটকের জন্য ওই এলাকায় অভিযান চালানো হয়েছিলো। পরে ইউপি সদস্য নুরুল ইসলামসহ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য গত ২৫ আগস্ট আনুমানিক ১০ হাজার আনসার সদস্য সচিবালয় এলাকায় হামলা ও ভাংচুর চালায়। এ ঘটনায় চারটি থানায় মামলা দায়ের হয়েছে। এরমধ্যে একটি মামলায় আনসার সদস্য মিজানুর রহমান অভিযুক্ত বলে জানা গেছে।