গত ৪ আগস্ট রাত আনুমানিক ৭টা ৫০ টায় (সিসি ক্যামেরার ফুটেজ মোতাবেক) স্থানীয় ‘শরিফ মোটরস’ এর সামনে দাঁড়িয়ে থাকাকালীন-ঝাউতলা যুব সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার খানের উপর প্রকাশ্যে জনসম্মুখে সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা করেন শরিউত উল্লাহ, আলী উল্লাহ আকাশ, নুরনবীসহ কতিপয় লোক। এ’সময় তাদের বাধা দিতে গিয়ে লাঞ্চিত হন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ব্যবসায়ী এবং যুব সমাজের অনেকে।
“আমরা ‘বৃহত্তর ঝাউতলা যুব সমাজ’ এহেন গর্হিত, ঘৃণ্য, ন্যাক্কারজনক হামলা এবং অশ্রাব্য উদ্দ্বত বেয়াদবিপূর্ন আচরণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে ঝাউতলার সামাজিক শান্তি, সুনাম, শৃঙ্খলা, এলাকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্ট না করতে সবার প্রতি আহবান জানাচ্ছি।”
উক্ত বিবৃতি প্রদান করেন বৃহত্তর ঝাউতলা যুব সমাজের সভাপতি আসাদুল হক সানী, সাধারণ সম্পাদক দোলন ধর, সিনিয়র সহ-সভাপতি মীর কাশেম, যুগ্ম সম্পাদক জিএম ইকবাল, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রিগেন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব মুন্নাসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।