কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকান্ডের মূল হোতা ডাকাত নাছির ও তার অপর সহযোগী ডাকাত এনামকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
২৭ সেপ্টেম্বর ভোর ৫ টার দিকে চকরিয়া মধ্যম কাহারিয়া ঘোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরী আগ্নেয়াস্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তারা হলেন, ডাকাত নাছির উদ্দিন (৩৮), চকরিয়ার ডুলাহাজারা ডুমখালী রিজার্ভপাড়া, ২নং ওয়ার্ডের বাসিন্দা আবদুল মালেকের ছেলে ও এনামুল হক (৫০) ডুলাহাজারা মাইজপাড়া ৭নং ওয়ার্ডের মৃত নুরুল আলমের ছেলে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে চাঞ্চল্যকর ঘটনার মূল হত্যাকারী ডাকাত নাছিরসহ হত্যাকান্ডে জড়িত তার সহযোগী ডাকাত এনামকে দুটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা হত্যাকান্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
উল্লেখ্য: এই ঘটনায় সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৪/৩৬৬। এই মামলায় শনিবার পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৮ জন।
মোবাইল : ০১৮১৯-০৩৬৪৬০, ০১৭১২-২১৫৫৪৭. ই-মেইল : coxsbazaralo@gmail.com