দীর্ঘ ১৬ বছর পর কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নে প্রকাশে কর্মী সম্মেলন করেছে জামায়াত। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় ধীরেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্বতঃস্ফূর্ত অংশ নেয় জামায়াতের হাজারো নেতাকর্মী। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে অনেকেই আপ্লুত হয়ে পড়ে। কৌশল বিনিময় ও কোলাকুলিতে ব্যস্ত ছিল সবাই।
কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
তিনি বলেন, গত ১৬ বছর শেখ হাসিনা এ দেশের মানুষের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। হাজারো ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করেছে। এই জালিম সরকার থেকে আল্লাহ দেশের মানুষকে রক্ষা করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাই নতুন বাংলাদেশে জনগণ যেমন আয়না ঘর চায় না, তেমনি হাওয়া ভবনও চায় না। এই নতুন বাংলাদেশ হবে কোরআন ও ইসলামের। তাই ইসলামী অর্থনীতি বাস্তবায়নে জামায়াতের কর্মীদের বসে না থেকে দাওয়াতি কাজে ঝাপিয়ে পড়তে হবে।
খুরুশকুল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শফিউল হক জিহাদী, কর্মপরিষদ সদস্য ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, শূরা সদস্য শহীদুল আলম বাহাদুর, সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশেদ আলম আনসারী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মদ মহসিন, সদর উপজেলার নায়েবে আমীর আবুল কালাম, সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ ও ইসলামী ছাত্র শিবির শহর শাখার সভাপতি আলী হোসেন।