কক্সবাজারের কুতুবদিয়ায় দিনদুপুরে বাড়িতে ঢুকে মা-মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ঘটনাস্থলে যান।
শুক্রবার (২৫ অক্টোবর) জুমার নামাযের সময় আলী আকবর ডেইল আব্দুল হাদি সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শান্তিবাজারের সার ডিলার ও হার্ডওয়ার ব্যবসায়ি নুরুল আবছার জুমার নামাযের জন্য মসজিদে যান । এই ফাঁকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে নগদ টাকাসহ লুট করে ব্যবসায়ির স্ত্রী রুনা আক্তারকে (৪২) জবাই করে হত্যা করে। পাশে থাকা ৫ বছর বয়সী মেয়ে জারিয়াকেও দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে নিমিষেই পালিয়ে যায়।
নামায শেষে ব্যবসায়ি বাড়িতে পৌছলে ঘরে স্ত্রী,মেয়ের রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে অজ্ঞান হয়ে যান। এলাকাবাসি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরমান হোসেন বলেন, দ্রুত ঘটনাস্থলে তারা এসে দুটি মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করছেন। এই হত্যাকাণ্ডের রহস্য খোঁজার চেষ্টা করছেন তারা। স্বামী পুলিশ হেফাজতে আছে।
মোবাইল : ০১৮১৯-০৩৬৪৬০, ০১৭১২-২১৫৫৪৭. ই-মেইল : coxsbazaralo@gmail.com