কক্সবাজারের টেকনাফে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মরণকালের বৃহৎ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিহাদের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (২৭ অক্টোবর) বিকাল তিনটায় টেকনাফ কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সোলতান আহমদ বিএ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন এই যুবদল। বাংলাদেশের যেকোন সংকট, সংগ্রামে যুবদলের নেতাকর্মীরাই অগ্রনী ভূমিকা পালন করেছে। ২০২৪ এর ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত করতে ছাত্রজনতার সাথে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলেছিল যুবদল। আমাদের নেতা তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনতে যুবদলকে আরো বেশি ভূমিকা রাখতে হবে। ফ্যাসিস্ট হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র যেকোন ভাবে রুখে দিতে হবে।
সমাবেশ শেষে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ও টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিহাদের নেতৃত্বে বিশাল এক মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, যুবদলের বিশাল এ মিছিল স্মরণকালের বৃহৎ মিছিল হয়ে থাকবে।