ঢাকামঙ্গলবার , ১২ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

ডুসাটের নতুন সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন 

প্রতিবেদক
সংবাদ বিজ্ঞপ্তি
৫ অক্টোবর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ণ

Link Copied!

পাহাড়-সমুদ্র, নদী-ঝর্ণার মোহনীয় মিলনস্থল প্রকৃতির নৈসর্গিক লীলাভূমি উখিয়া-টেকনাফ থেকে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ ডুসাট-এর ১৪তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী জয়নাল আবেদীন ও দ্বিতীয় সর্বোচ্চ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন। তারা দু’জন যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ এবং ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
শুক্রবার (৪ অক্টোবর) গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠনের বর্তমান সদস্যদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ডুসাটের সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ইমরুল আল হাসান, সেলিম উল্লাহ। পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন সদ্য সাবেক সভাপতি মোর্তজা হোসাইন শাফি এবং সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ।
সাবেক সভাপতি মোর্তজা হোসাইন শাফি বলেন, ‘আমরা আশাবাদী নবগঠিত এ কমিটি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবে।’
সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ বলেন, আমাদের এই অগ্রযাত্রা নতুন নেতৃত্ব আরো বহুদূরে নিয়ে যাবে।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘আমার ওপর আস্থা রেখে সংগঠনের সদস্যরা যে দায়িত্ব অর্পন করেছেন তা আমি শতভাগ নিষ্ঠা ও একাগ্রতার সাথে পালন করতে সর্বাত্মক চেষ্টা করব। আপনারা নিশ্চয় অবগত আছেন যে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ঐশ্বর্যমন্ডিত হওয়া সত্ত্বেও আমার উখিয়া- টেকনাফ বাংলাদেশের সবচেয়ে প্রান্তিক, নেতিয়ে পড়া এবং বহুবিধ সমস্যায় জর্জরিত একটি জনপদ। সাম্প্রতিক সময়ে এই জনপদের সবচেয়ে বড় সমস্যা হলো ‘অপহরণ ও মুক্তিপন আদায়’। ডুসাটের উদ্যোগ ও প্রশাসনের সহায়তায় আমি এই সমস্যার একটি স্থায়ী সমাধান করতে চাই।
আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ডুসাটকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ।
ডুসাট সদস্যদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করার জন্যে।’
সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক, রিয়াজ উদ্দিন বলেন, রোহিঙ্গা সংকট এবং মাদকের করালগ্রাসে পরে উখিয়া-টেকনাফের কোনো মেধাবী শিক্ষার্থী যেনো উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেটি নিয়ে কাজ করবে ডুসাট।
প্রতিটি শিক্ষার্থী যেনো মেধার পরিপূর্ণ বিকাশ ঘটিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ দেখে তার জন্য ডুসাট অগ্রণী ভূমিকা পালন করবে।
২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উখিয়া-টেকনাফ থেকে আসা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ-শাহ পরীর দ্বীপ শাখা কমিটি গঠিত

সাগরে জলদস্যুদের আক্রমণে নিহত কুতুবদিয়ার মাঝি

ইইউ আপনার সঙ্গে আছে: ড. ইউনূসকে পাওলা পামপোলিনি

কুতুবদিয়ায় জাতীয় ইঁদুর দমন অভিযান পালিত

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন ড. ইউনূস

এপিপি হিসাবে নিয়োগ পেলেন আওয়ামীলীগ নেতা এডভোকেট উজ্জ্বল, অনেকের বিষ্ময়!

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট

নিরাপদ পর্যটন বান্ধব ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে কক্সবাজারে ইজিবাইক চালকদের প্রশিক্ষণ 

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক আগমন সীমিতকরণ পুন:বিবেচনা-নৌবাহিনীর জেটি অপসারণ দাবি 

সাবেক এমপি জাফরকে স্বর্ণের নৌকা উপহার দেওয়া সেই বনখেকো লিটন গ্রেপ্তার

মালয়েশিয়া পাচারকালে ৪ দালালসহ ১২ রোহিঙ্গা আটক

ছাত্র আন্দোলনে হামলার মামলায় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা ওবায়দুল কারাগারে