কক্সবাজার শহরের বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমার আয়োজন পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শামীম আরা স্বপ্নার নেতৃত্বে দলটি বৌদ্ধ বিহারে উপস্থিত হয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির প্রচার সম্পাদক আক্তার চৌধুরী, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট ইউনুস, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।