শুক্রবার ( ৮ নভেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র্যাব ১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মো.কামরুজ্জামান।
তিনি জানান, সুগন্ধা পয়েন্ট এলাকায় একটি ছিনতাইকারী চক্র পর্যটকদের টার্গেট করে সর্বস্ব ছিনতাই, তাদের অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধমূলক কর্মকান্ডের পরিকল্পনা করছে এমন তথ্য পায় র্যাব। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ দিক-বিদিক দৌড়ে পালানোর সময় চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাদের তল্লাশী করে ৬টি ছুরি ও ১টি বাটন ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার সদরের নতুন জেল গেইট এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মোঃ আইয়ুব (৩৪), শহরের বাদশার ঘোনা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে হৃদয় নিশান প্রকাশ মানিক (২০), নতুন জেল গেইট এলাকার মৃত জাহাঙ্গীরের ছেলে মোঃ তোফাজ্জল হোসেন প্রকাশ নয়ন (২৪), রামু উখিয়ার ঘোনা ৭নং ওয়ার্ডের কাউয়ার খোপ ইউনিয়নের মমতাজ মিয়ার ছেলে রিয়াজ উদ্দিন (১৮), শহরের পাহাড়তলী এলাকার মৃত মোঃ আলী জোহরের ছেলে মাহমুদ ইমাম শরীফ (১৮) ও সদরের চাইল্লাতলী, পানের ছড়ার নুরুল হকের ছেলে শফিউল করিম (২৮)।
র্যাব ১৫ মিডিয়া কর্মকর্তা মো.কামরুজ্জামান জানান, পর্যটন মৌসুমকে সামনে রেখে কক্সবাজারে আগত পর্যটকদের টার্গেট করে সুযোগ বুঝে তাদের কাছ থেকে মোবাইল, টাকা এবং অন্যান্য মুল্যবান জিনিসপত্র ছিনতাই করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় বিভিন্ন সময় পর্যটকদের আটকে রেখে পরিবারের কাছে বিশাল অংকের মুক্তিপণ আদায় করতো বলেও তারা স্বীকার করে।
কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দায়ের করে গ্রেফতারকৃতদের সোপর্দ করা হয়েছে বলে জানান র্যাবের মিডিয়া কর্মকর্তা।