প্রেস বিজ্ঞপ্তি:
দুবাইস্থ টেকনাফ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রবাসীদের নিয়ে গঠিত ‘টেকনাফ সমিতি ইউএই’র (রেজি: নং-২৭৫০) শারজাহ ডি জোনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৮ নভেম্বর স্থানীয় হুদায়বিয়া রেস্তোরাঁর হল রুমে সমিতির অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ইদ্রিসের সঞ্চালনা ও ড, মাওলানা আব্দুস সালাম আজহারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন – সহসভাপতি-রাশেদ উল্লাহ, সহ সেক্রেটারি মাওলানা নবী হোছাইন নাঈম, প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আকবর, নির্বাহী সদস্য মুহাম্মদ খুরশিদুল ইসলাম, হুসাইন বাদশাহ, খালেদ নাছের, সদস্য কামাল হোছাইন, আব্দুল আজিজ, হাসান গুরা মিয়া, হোছাইন আহমেদ, আব্দুর রশিদ, আব্দুল হামিদ, আবুল কালাম, আব্দুল্লাহ ছৈয়দ করিম, ঈসা জাফর, মুসা জাফর, সৈয়দ আহমেদ, মুহাম্মদ আলী, কবির আহমেদ, হাফেজ কাশেম গুরা মিয়া, নুর আহমেদ আমির, মৌলানা শওকত, আব্দুল মোনাফ, আনস বিন লোকমান, মাসুদ বিন লোকমান, মাওলানা মুহাম্মদ লোকমান, শহিদুল্লাহ, জাফর নাজির,
আব্দুল্লাহ আব্দুল করিমসহ অনেকে।
উল্লেখ্য যে, উক্ত মতবিনিময় সভায় সদস্যদের প্রত্যক্ষ পরামর্শে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী দিনের যে কোন পরিকল্পনা বাস্তবায়নে সদস্যরা সামগ্রিক ভাবে সহযোগিতার আশ্বাস দেন।