৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় পুলিশ লাইন্স কক্সবাজারে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইউএনডিপি’র প্রজেক্ট ম্যানেজার মো: মাসুদ করিম, বিআরটিএ সহকারী পরিচালক উথাইনো চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের কার্যকরী সদস্য শামশুল হক শারেক, ইউএনডিপি’র কনস্যাল্টেন্ট রতন কুমার দেবসহ জেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দীন চৌধুরী।
প্রশিক্ষণ কর্মশালায় চারটি ব্যাচে ৪ শত জন ইজিবাইক চালক প্রশিক্ষণ গ্রহণ করবেন। পর্যায়ক্রমে এর পরিধি বৃদ্ধি পেতে পারে। ট্রাফিক বিভাগ, জেলা পুলিশ, কক্সবাজার এর উদ্যোগে পর্যটন এলাকায় চালকদের ডাটাবেস “কক্স-ক্যাব” এর তথ্য পর্যালোচনা করে নিয়মিত চালকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ পর্যটন নগরী কক্সবাজারের পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে এবং নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য ইজিবাইক চালকদের নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। যাত্রী ও পর্যটকদের হয়রানিমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার জন্য চালকদের পর্যটন-বান্ধব সৌহার্দ্যপূর্ণ আচরণ করার অনুরোধ জানান।