“সমবায় গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় পর্যায়ে টেকনাফে ৫৩ তম জাতীয় সমবায় দিবস র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ নভেম্বর (শনিবার) সকাল ১১ টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন- টেকনাফ উপজেলা সমবায় অফিসার নুরুল কবির। সভায় অতিথি ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মো: আদনান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ হাবিবুর রহমান। উপজেলা সমবায় কার্যালয় এর উদ্যোগে আয়োজিত সহকারী সমবায় অফিসার আহমদ মনির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ প্রবাসী কর্মজীবী ( ইউএই) সমবায় সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, বাহারছড়া সাগর কন্যা মহিলা সমবায় সমিতির সভাপতি রাশেদা বেগম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আল-ফয়সাল সিদ্দিকী।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, একতাই শক্তি এবং সমবায় শব্দের অর্থ দশে মিলে করি কাজ হারি যেতে নাহি লাজ। এ বিষয়ের উপর বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন। সভাপতি সমাপনী বক্তব্যে সমবায় এর গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায় একটি জনগণের প্রতিষ্ঠান এটাতে ধরে রেখে কাজ করলে সমাজ ও ক্লাব প্রতিষ্ঠানে সহজে স্বাভলম্বী হওয়া যাবে।