ঢাকাশনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. উপজেলা

সাগরে জলদস্যুদের আক্রমণে নিহত কুতুবদিয়ার মাঝি

প্রতিবেদক
কুতুবদিয়া প্রতিনিধি
৭ নভেম্বর ২০২৪, ৭:৪১ বিকাল

Link Copied!

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সাগরে জলদস্যুদের আক্রমণে নিহত কুতুবদিয়ার ফিসিং ট্রলার মাঝি মো. মোকাররম হোসেন। তিনি উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার বাসিন্দা মৃত জাফর আহমেদ সিকদারের পুত্র ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রহিমা আক্তারের স্বামী। এসময় ফিসিং ট্রলারে থাকা আরও ১৯ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। অপহরণকৃত জেলেরা হলেন, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার গিয়াস উদ্দিন ও মনছুর আলম, জমির বাপের পাড়ার শাহ আলম ও রুহল আমিন, চাটির পাড়ার নাছির উদ্দীন, শাহজাহান, সায়েদ, তৌহিদ ও আব্বাস উদ্দিন, কাইসার পাড়ার শুনাইয়া ও রেজাউল করিম, ফরিজ্যার পাড়ার মেহেদী হাসান, সাকিব, ইদ্রিস ও নয়ন, কুইলার পাড়ার সাগর, একই উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের কালু এবং নোয়াখালীর অজ্ঞাত একজন। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ৪ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় বাঁশখালী উপজেলার মো. ইসমাঈল হোছাইনের মালিকানাধীন আল্লাহর দয়া নামের মাছ ধরার ফিসিং ট্রলারটি মাঝি-মাল্লাসহ ২১ জনকে নিয়ে সাগরে যায়। মাছ ধরার মুহূর্তে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ফিসিং ট্রলারে জলদস্যুরা আক্রমণ করে। এক পার্যায়ে মাঝি মো. মোকাররম হোসেন গুলিবিদ্ধ হয়। আহতাবস্থায় তাঁর সাথে জয়নাল নামের এক জেলেকে জলদস্যুদের ট্রলারে তুলে দিয়ে ফিসিং ট্রলারসহ ১৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এদের মধ্যে কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের ১৭ জন ও দক্ষিণ ধূরুং ইউনিয়নের ১ জন এবং নোয়াখালীর একজন বলে জানা গেছে।
ফিসিং ট্রলার মালিক মো. ইসমাইল হোসেন বলেন, সোমবার সন্ধ্যায় তার ফিসিং ট্রলারটি বাঁশখালী উপজেলা থেকে ২১ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে যায়। হঠাৎ জলদস্যুদের আক্রমণে মাঝি মোকাররম হোসেন গুলিবিদ্ধ হয়। পরে, জলদস্যুরা তাদের ট্রলারে করে একজন জেলেকে দিয়ে আহত মো. মোকাররম হোসেনকে উপকূলে পৌছে দেন। ১৯ জেলে ও ফিসিং ট্রলারের কোন হদিস এখনও পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সাগরে গুলিবিদ্ধ হয়ে একজনের মরদেহ বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে জেলেরা। খবর পেয়ে পুলিশ মরদেহ সুরতহাল সংগ্রহ করেছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, এক জেলের নিহতের খবর পেয়েছেন। কিন্তু ১৯ জন জেলে অপহরণের বিষয়টি তিনি অবগত ছিলেন না। তবে, খোঁজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।
এদিকে, ময়নাতদন্তের শেষে পরিবারে কাছে মো. মোকাররম হোসেনের মরদেহ হস্তান্তর করে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯ টায় উত্তর ধূরুং আজিম উদ্দিন সিকদার পাড়া জামে মসজিদ মাঠে তাঁহার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম। তিনি বলেন, বাঁশখালী উপজেলার ইসমাইল হোসেনের আল্লাহর দয়া নামের ফিসিং ট্রলারে জলদস্যুদের কবলে পড়া তার এলাকার ১৯ জেলের কোন খবর পাচ্ছে না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

আরও পড়ুন

কক্সবাজারে মাটির ভেতর থেকে ড্রাম ভর্তি অস্ত্র উদ্ধার করলো র‌্যাব

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করা রায় স্থগিত

অর্থপাচারের মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন

সেন্টমার্টিনের বর্জ্য নেয়া হবে প্রাণ-আরএফএল গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল রিসাইক্লিং প্লান্তে

সেন্টমার্টিনের সামগ্রিক সুরক্ষায় কাজ করবে প্রাণ আরএফএল ও ইউএনডিপি

সেন্টমার্টিনে বাড়ছে পর্যটক আগমন, উল্লেসিত দ্বীপবাসী

সমুদ্র শহর কক্সবাজারে সাফ জয়ী নারী ফুটবল দলকে ঐতিহাসিক সংবর্ধনা

সিরিয়া ছেড়েছেন বাশার আল-আসাদ, নিশ্চিত করল রাশিয়া

সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন খালেদা জিয়া

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আজ

কক্সবাজারে ৬টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ী আটক